অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোভুক্ত তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাদ প্রতিবাদ এখন তুঙ্গে


তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৭৫ বছর ধরে চলে আসা সুসম্পর্কে এখন বড় রকমের ফাটল ধরেছে। নেটোভুক্ত এই দুটি রাষ্ট্রের মধ্যে, বাদ প্রতিবাদ এখন তুঙ্গে। অতি সম্প্রতি একজন আমেরিকান খ্রীষ্টান ধর্মযাজককে তুরস্কে আটক করা নিয়ে দু দেশের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসছে । এ নিয়ে ভয়েস অফ আমেরিকার Greta Van Susteren কথা বলেছেন বেশ কয়েকজনের সঙ্গে । তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী, যিনি এক সময়ে সি আই ‘এর ডিরেক্টরও ছিলেন, লিওন প্যানেটা।

please wait

No media source currently available

0:00 0:05:36 0:00

XS
SM
MD
LG