আবু ধাবির সঙ্গে ভারতের সাম্প্রতিক ঘনিষ্ঠতার দুটি সুফল মিলছে হাতেহাতেই। এক দিকে, আবু ধাবি ভারতকে তার উপকূলে নৌঘাঁটি স্থাপনের সুযোগ দিচ্ছে। অন্য দিকে, ভারতের জরুরি তেল ভাণ্ডারের জন্য আবু ধাবি তেল সরবরাহ করবে। দক্ষিণ উপকূলে দুটি ও পূর্ব উপকূলে এমন একটি জরুরি তেল ভাণ্ডার থাকবে। এর মধ্যে মাঙ্গালোরে ১.৫ মিলিয়ন টন তেল ভাণ্ডারের অর্ধেকটা ভর্তি করবার জন্য আবু ধাবি তিনটি অতিকায় তেলের ট্যাঙ্কার পাঠাবে এপ্রিল-মে মাসে। জরুরি ভাঁড়ারে যা তেল ধরবে তাতে ভারতের ৭৬ দিনের প্রয়োজন মিটবে বলে জানিয়েছেন দেশের তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই তেল সরবরাহের জন্য আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির সঙ্গে ভারতের চুক্তি সই হয়েছে বলেও মন্ত্রী জানান।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।