সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি। স্থানীয় মানুষদের অভিযোগ পুলিশের টোল আদায়ের হাত থেকে বাঁচতে গিয়েীই দুর্ঘটনা ঘটে।লরির নিচে চাপা পড়ে আহত হয়েছে ৬ শিক্ষার্থী।
আজ ভারতীয় সময় সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারির রাধাকান্তপুরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে রাধাকান্তপুরের কাছে রাজ্য সড়কে তোলা আদায়ের জন্য একটি ধানবোঝাই লরিকে তাড়া করেন পুলিশকর্মীরা। পালানোর জন্য লরির গতি বাড়িয়ে দেন চালক। আর তাতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কে উলটে যায় লরিটি। তখন রাস্তা পেরোচ্ছিল কয়েকজন স্কুল পড়ুয়া। লরির নিচে চাপা পড়ে ছ’জন। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুর্ঘটনাগ্রস্ত লরিটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ শুরু করে স্থানীয় একটি স্কুলের পড়ুয়ারা। মেমারির রাধাকান্তপুরে পৌঁছালে, পুলিশকর্মীদের উপরেও চড়াও হন বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়িও। সর্ব শেষ খবর অনুযায়ী, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এদিকে লরির নিচে যে ছয় জন স্কুল পড়ুয়া চাপা পড়েছিল, তাদের উদ্ধার করা নিয়ে যাওয়া হয়েছে মেমারি গ্রামীণ হাসপাতালে। সকলেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তারমধ্যে দু’জনকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে।
কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।