সিরিয়ায় সক্রিয়বাদীরা বলছে যে সেখানকার বিদ্রোহী অধ্যূষিত উত্তরের আলেপ্পো শহরে একটি জনবহুল কাঁচা বাজারে সরকারী বিমান হামলায় অন্তত কুড়ি জন নিহত হয়েছে।
এই আক্রমণ হচ্ছে আলেপ্পো এবং নিকটবর্তী গ্রামগুলোতে সিরীয় সরকারের বিমান হামলারই অংশ।
সক্রিয়বাদীরা বলছেন যে এই অভিযান দু সপ্তা আগে শুরু হওয়ার সময় থেকে প্রায় চার শ ‘ জন প্রাণ হারিয়েছে।