চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৬.৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি যদিও দেশটির সরকার এ বছরের জিডিপি'র লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ স্থির করেছে।
বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২১ সেপ্টেম্বর আপডেট শীর্ষক এডিবির হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়ে সংস্থাটি বলেছে শুধু বাংলাদেশ নয় এ বছর পুরো দক্ষিণ এশিয়ার জিডিপি'র প্রবৃদ্ধি কমবে। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্মিলিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার পূর্বাভাস এপ্রিলের প্রতিবেদনে ৯.৫ শতাংশ স্থির করলেও সেপ্টেম্বরের প্রতিবেদনে তা কমিয়ে ৮.৮ শতাংশ ধরা হয়েছে।
দক্ষিণ এশিয়ায় জিডিপি'র প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দেয়ার মুল কারণ হিসাবে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউকে চিহ্নিত করেছে এডিবি যা এ বছর পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডকে দারুণভাবে ব্যাহত করেছে। করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা প্রকরণের প্রাদুর্ভাবের কারণে এ বছরও বাংলাদেশকে কয়েক দফা লকডাউনের বিধিনিষেধ দিতে হয়েছে বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় পাশাপাশি দক্ষিণ এশিয়ায় যে সব দেশে করোনার টিকাদানের গতি সবচেয়ে ধীর তার মধ্যে বাংলাদেশ একটি।
এ সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও রপ্তানি ও রেমিটেন্সের মত খাত গুলোর ওপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০-২১ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির যে সাময়িক হিসাব প্রকাশ করেছে তাতে বছরটির জন্য জিডিপি'র প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫.৪৭ শতাংশ যদিও বছরটির জন্য সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছিল ৮.২ শতাংশ।
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২১ সেপ্টেম্বর আপডেট প্রকাশ উপলক্ষে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন করোনাকালে মানুষের কর্মসংস্থান ও জীবন বাঁচানোর জন্য সরকারের নীতিগুলো বাংলাদেশের অর্থনীতিতে উৎসাহ জনক প্রভাব ফেলেছে। কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখা, দ্রুত টিকা দেয়া এবং অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উন্নতি বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।