আফগান তালেবানরা, আফগানিস্তানের উত্তরাঞ্চলবর্তী এক সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ কব্জা করে নিয়েছে এবং সরকারী বাহিনীর কয়েক ডজন সৈন্যকে তারা হত্যা করেছে। আটকও করেছে অনেক ক’জনকে।
সোমবার রাতে ফারিয়াব প্রদেশের ঐ গোরমাচ জেলার চেনায়া শিবিরের পতন ঘটে টানা দু’দিনের ধুন্দুমার লড়াই চলবার পর। কর্মকর্তারা জানাচ্ছেন, অতিরিক্ত সৈন্য ও বিমান বহরের জন্য সাহায্য চেয়ে পাঠানো হলেও তাতে কোনো সাড়া মেলেনি বিধায় আফগান ন্যাশনাল আর্মির ঐ ঘাঁটির পতন ঘটে বলে জানিয়েছেন আফগান ন্যাশনাল আর্মি ANA কর্মকর্তারা। ঘাঁটির গোলাবারুদের মজুদ এবং অন্যান্য সামগ্রীও খতম হয়ে গিয়েছিল।
অঞ্চলের সামরিক ও সরকারী কর্মকর্তারা ঘটনার যথার্থ নিশ্চিত করে ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন – ঐ ঘাঁটির ৭০ সৈনিকের ৪০ জনই তালেবানদের কাছে আত্ম সমর্পন করেছে । বাদবাকিরা হয় নিহত হয়েছে নয়তোবা সংঘাত চলাকালে আশপাশের পাহাড়ি অঞ্চলে গা ঢাকা দিয়েছে । এই চেনায়া শিবিরের পতন ঘটলো ঐ সময়টাতেই যখন কিনা আফগান আরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের তরফের বিমান বহর সমর্থন এবং সামরিক পরামর্শের বদৌলতে দক্ষিন পূর্বাঞ্চলের সামরিক গুরুত্বপুর্ণ গাযনী শহরটির নিয়ন্ত্রণ পূনর্দখল করে ।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূখপাত্র জাওয়েদ গফুর ভয়েস অফ আমেরিকাকে জানান, আফগান আরক্ষা বাহিনীর সৈন্যেরা শহরটির মধ্যাঞ্চলের এলাকাগুলো থেকে দূর্বৃত্তদের বিতাড়িত করেছে এবং এখন গাযনীর উপকন্ঠবর্তী এলাকাগুলোতে দুশমন হঠানোর অভিযান চালিয়ে যাচ্ছে তারা ।
এ ব্যাপারে তালেবানদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।