অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত


আত্মঘাতী এক বোমাবাজ আজ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ব্যাঙ্কের বাইরে বিস্ফোরণ ঘটিয়েছে এবং তাতে কম হলেও ৫ জনের মৃত্যু হয়েছে।

এটা ঘটলো আজ মঙ্গলবার কাবুল ব্যাঙ্কের একটি শাখার প্রবেশমুখে, যুক্তরাষ্ট্র দূতাবাসের সুরক্ষিত এলাকা থেকে যা কিনা খুব একটা বেশি দুরে নয়। প্রত্যক্ষদর্শিরা বলছেন, আফগান আর্মির লোকজন এবং অন্যান্য আরক্ষা বাহিনীর সদস্যবর্গ ঐ সময় জমায়েত ছিলেন ব্যাঙ্কের সামনে, মাসিক বেতন তোলার অপেক্ষায়।

তালেবান দল ঐ হামলার দায়দায়িত্ব দাবি করেছে।

ওদিকে, আবার হেরাত প্রদেশের গভর্ণরের মূখপাত্র জিলানী ফরহাদ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, রাতে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন উড়ো জাহাজের আঘাতে নারী ও শিশুসহ কমসে কম ১৩ জন অসামরিক মানুষ নিহত হয়েছেন। এতে জখমি হয়েছে অন্যান্য সাতজন। মূখপাত্র জানান, শিনদান্দ অঞ্চলে তালেবান আস্তানা নিশানা করে চালানো মানুষবিহীন উড়োজাহাজের হামলায় কাছাকাছির একটি বাড়িতে অসামরিক লোকজন হতাহত হয়েছে। হামলায় দূর্বৃত্ত নিহত হয় ১৬ জন, আহত হয় আরো কয়েক ব্যক্তি।

XS
SM
MD
LG