আফগানিস্তানের কাবুলে আলেমদের এক সম্মেলনের প্রবেশ পথের কাছে সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। প্রায় ২০০০ আলেম ওই সমাবেশে যোগ দিয়েছেন।
রাজধানী কাবুলের পুলিশের মুখপাত্র হাসমাতুল্লাহ সাতনিকজাই ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, শত শত আলেম সম্মেলনস্থল ছেড়ে চলে যাওয়ার সময় ওই হামলাটি চালানো হয়। লয়া জিরগার সম্মেলনে আলেমরা একটি ফতোয়া জারি করেন এবং তাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং আফগানিস্তানে চলতি বিদ্রোহকে নিষিদ্ধ করা হয়।
ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।
এ নিয়েই আমরা কথা বলি পাকিস্তানের বন্দর নগরী করাচীতে অবস্থানরত ফ্রিলান্স সাংবাদিক ও সংবাদ ভাস্যকার মাসকাওয়াত আহসানের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।