অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান হামলায় আফগান সেনা নিহত


আফগান সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশে একটি প্রধান পুলিশের ঘাঁটিতে তালিবান বিদ্রোহীরা অতর্কিতে হামলা চালিয়ে ২০জনের বেশি আফগান সরকারী সেনাকে হত্যা করেছে। আফগান ন্যাশনাল আর্মির কর্মকর্তা মঙ্গলবার ঐ ঘটনানিশ্চিতকরে জানিয়েছেন যে ইরান সীমান্তের কাছেপোস্ত ই কো শহরে মধ্যরাতে ঐ ঘটনাটি ঘট।ঐ কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে কয়েক ঘণ্টা ধরে লড়াই-এর চলার কারণে ঐ শহরের সংগে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাদেশিক কাউন্সিল সদস্য দাদুল্লা কুয়ানীভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে সোমবার মধ্যরাতে হামলার সময় ঘাঁটিতে ৫০জন আফগান সদস্য অবস্থান করছিলেন।

ওদিকে তালিবান মুখপাত্র জানিয়েছেন যে তারা ৩০জনেরও বেশি সেনাকে হত্যা করেছে এবং ভারি অস্ত্রশস্ত্র সহ আরও ২০ জনকে আটক করেছেন।

ওদিকে, ভূমিবেষ্টিত আফগানিস্থান চীনের সংগেপ্রথম বারের মত সরাসরি বিমান যোগাযোগ শুরু করল। ভূমি বেষ্টিত আফগানিস্তান পরিবহন বিমানের উদ্বোধনী ফ্লাইটে ২০ টন চিল গোজা বাদামচীনে পাঠাল।

সোমবার বিমান যোগাযোগ উদ্বোধনী অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং শীর্ষ চীনা কূটনীতিকবর্গউপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে যে এর মধ্যদিয়ে চীনের বাজারেআফগানিস্তান থেকে শুকনো এবং তাজা ফল রপ্তানি বাড়বে এবং আফগানিস্তানে যে ব্যাপকবাণিজ্য ঘাটতি রয়েছে কমাতে সহায়ক হবে।

XS
SM
MD
LG