আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি মঙ্গলবার এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছেন। সম্মেলনের লক্ষ্য হচ্ছে দেশে ক্রমবর্ধিত মারাত্মক সংঘাত কিভাবে অবসান করা যায় এবং সীমান্তের অপর পার থেকে সন্ত্রাসবাদ সম্মিলিত ভাবে মোকাবেলা করার জন্য ব্যাপক মতৈক্য গোড়ে তোলা।
সরকার এই নতুন আঞ্চলিক শান্তি উদ্যোগের নাম দিয়েছে কাবুল প্রক্রিয়া সম্মেলন। এমন সময় ওই সম্মেলনের প্রথম বৈঠক হবে যখন জাতীয় নিরাপত্তার পরিস্থিতির আরও অবনতি হচ্ছে এবং সেখানে রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Ahmad Shakeb Mustaghani সোমবার সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে তারা দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোকে গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাধা সৃষ্টি করতে দেবে না।