অ্যাকসেসিবিলিটি লিংক

দূর্নীতিই হলো সব চেয়ে বড় ঘাতক: জন সপকো


আফগান জনগণের উদ্দেশ্য আফগানিস্তান পুননির্মাণ বিষয়ক বিশেষ মহাপরিদর্শক জন সপকো’র বার্তা হচ্ছে, দূর্নীতিই হলো সব চেয়ে বড় ঘাতক। তিনি বলেন এটি সৈন্য ও নাগরিক সকলকে হত্যা করে এবং যদি তা নিয়ন্ত্রণ করা না যায়, তা হলে তা দেশটির ভঙ্গুর ভবিষ্যৎকেও হত্যা করে। তিনি বলেন জনগণকে বুঝতে হবে দূর্নীতি কেবল অর্থের বিষয় নয়, এটি জীবনের ব্যাপার। তাঁর সংগঠন অর্থাৎ Special Inspector General for Afghanistan Reconstruction (SIGAR), দেশটিকে দেওয়া যুক্তরাষ্ট্রের এক লক্ষ তেরো হাজার কোটি ডলার সাহায্যের সদ্ব্যবহারের দিকে নজর রাখে।

তিনি বলেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রতি প্রধান হুমকিই হচ্ছে দূর্নীতিই। দূর্নীতিই আফগান সরকারের কাছ থেকে সব কিছু চুরি করে নেয়। সপকো আরও বলেন যে দুর্নীতির কারণে বেতন, অস্ত্র এমন কী জ্বালানি তেল ও চুরি হয়ে যায়।

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সপকো বলেন এ রকম এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দূর্নীতির মানে হচ্ছে আফগান সৈন্যরা পর্যাপ্ত পরিমাণে গুলি কিংবা বন্দুক পাচ্ছে না, জ্বালানি তেল কিংবা খাদ্য পাচ্ছে না এমন কী চিকিৎসার যন্ত্রপাতি চুরি যাওয়ায় সেগুলো ও পাচ্ছে না।

তিনি বলেন এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের করদাতা এবং আমি যেমন এ ব্যাপারে ক্ষুব্ধ সেই ভাবে আফগান জনগণের ও ক্ষুব্ধ হওয়া উচিৎ।

XS
SM
MD
LG