আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি সামরিক ঘাঁটির অভ্যন্তরে একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলা হয়।
ঐ বিস্ফোরণে অন্তত ২০জন প্রাণ হারান এবং আরও ৫০জন আহত হয়েছেন। আফগান জাতীয় সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন আব্দুল্লাহ জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় ঐ আক্রমণ ঘটেযখন মসজিদে সব চাইতে বেশি মানুষের ভিড় থাকে।