অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে মসজিদে জোড়া বোমা হামলায় ২৫ নিহত


আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে জোড়া বোমা এবং রাইফেল আক্রমণে শুক্রবার অন্তত ২৫ জন নামাজি প্রাণ হারান।ঐ হামলায় আরও ৭০জন আহত হয়েছেন। আক্রমণকারীরা জুম্মার নামাজের সময় ঝড়ের বেগে মসজিদ প্রবেশ করে হামলা চালায়। ঐ সময় মসজিদ ভরতি মানুষ ছিল।

প্রাদেশিক পুলিশ প্রধান রেজ মোহাম্মাদ মানদোজাই ভিওএ কে জানিয়েছেন,পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজেএকটি শিয়ামসজিদে হামলাকারীরা ঢুকে নামাজীদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় তারপরগায়ে সেটে রাখা বোমায় বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।

প্রাদেশিক স্বাস্থ্য চিকিৎসক ওয়ালায়েত খানভয়েস অব আমেরিকাকে আহম্মদ জাই ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


XS
SM
MD
LG