অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে বোমা বিস্ফোরণ: নিহত ৪ জন


আজ আফগান রাজধানীর প্রধানত শিয়া অধ্যূষিত এলাকায় একটি মিনি ভ্যানে বোমা বিস্ফোরিত হলে অন্তত চার জন প্রাণ হারিয়েছে বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে। বার্তা সংস্থা, দ্য এসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, তাৎক্ষণিক ভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ বলেন, আক্রমণটি ঘটেছে কাবুলের পশ্চিমাঞ্চলে। ঐ এলাকায় প্রধানত সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠির বাস যাদের অধিকাংশই শিয়া মুসলিম। ইসলামিক স্টেট গোষ্ঠীটি ঐ অঞ্চলে একই রকম বোমা হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল মঙ্গলবার দুটি মিনি ভ্যানের উপর হামলা যাতে কমপক্ষে ১০ জন প্রাণ হারান। বুধবার রাতে এক বিবৃতিতে ইসলামিক স্টেট বলে যে, তারা মঙ্গলবার একটি বৈদ্যূতিক গ্রীড স্টেশনে বোমা হামলা চালিয়েছিল যার ফলে কাবুলের বেশির ভাগই অন্ধকারে নিমজ্জিত হয়।

যুক্তরাষ্ট্র এবং নেটো চূড়ান্ত ভাবে আফগানিস্তান থেকে তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার অব্যাহত রাখার এই সময়টাতে সেখানে সহিংসতা ও বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেখানে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট আড়াই থেকে সাড়ে তিন হাজার সৈন্য এবং জোটের সাত হাজার সৈন্য রয়েছে। সর্ব শেষ ১১ই সেপ্টেম্বর নাগাদ সেখান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে।

XS
SM
MD
LG