অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের হেলমন্দে গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৭জন নিহত


আফগানিস্তানের সংঘাত বিক্ষুব্ধ হেলমন্দ প্রদেশে শনিবার এক আত্মঘাতি গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৭জন নিহত ও অসংখ্য আহত হয়েছেন। আফগান টেলিভিশনগুলোর রিপোর্ট বলছে অন্তত ১২ জন নিহত হওয়ার কথা।

তালিবান ঐ হামলার দায় নিয়েছে।

প্রাদেশিক রাজধানী লস্কর গাহে, এক আফগান সেনা বহর লক্ষ্য করে ঐ হামলা করা হয়। সরকারী মুখপাত্র ওমর জাওয়াক ভয়েস অব আমেরিকাকে জানান নিহত ও আহতদের মধ্যে সাধারন মানুষ ও সেনা সদস্য রয়েছেন।

XS
SM
MD
LG