অ্যাকসেসিবিলিটি লিংক

এ বছর আফগানিস্তানে হতাহতের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে - জাতিসংঘ


আত্মঘাতী হামলায় নিহত সাধারণ নাগরিককে কবর দেয়া হচ্ছে-ফাইল ফটো-এপি
আত্মঘাতী হামলায় নিহত সাধারণ নাগরিককে কবর দেয়া হচ্ছে-ফাইল ফটো-এপি

জাতিসংঘ হুশিয়ার করে দিয়েছে যে আফগানিস্তানে ২০২১ সালের প্রথমার্ধে হতাহতের সংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধপীড়িত দেশটিতে এই এক বছরে অতীতের যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হবার সম্ভাবনা তৈরি হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের অর্ধ বাৎসরিক রিপোর্ট অনুযায়ী এ বছরের প্রথম ভাগে প্রায় ৫,২০০ জন হতাহত হয়েছে, যার মধ্যে ১,৬৫৯ জন নিহত হয়েছে। ২০২০ সালে একই সময়কালের তুলনায় এই সংখ্যা ৪৭ শতাংশ বেশি।

রিপোর্টে বলা হয়, মে মাসে যুক্তরাষ্ট্র ও মিত্র সেনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার শুরু হবার পর থেকে সরকারি বাহিনী ও তালিবানদের হামলা দেশজুড়ে বৃদ্ধি পায় এবং বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়ে যায়।

রিপোর্টে দুঃখ প্রকাশ করে বলা হয়, ২০২১ সালের প্রথম ৬ মাসে হতাহত বেসামরিক ব্যক্তিদের প্রায় অর্ধেকই মহিলা এবং অপ্রাপ্ত বয়ষ্ক।

রিপোর্টে হুঁশিয়ারি ব্যক্ত করা হয় যে, আফগানিস্তানে সহিংসতা যথেষ্ঠ প্রশমিত না হলে, দেশটিতে কোনো এক বছরে বেসামরিক মানুষের সর্বোচ্চ সংখ্যক হতাহত হবার রেকর্ড হতে পারে।

XS
SM
MD
LG