যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল শনিবার সংবাদ মাধ্যমকে জানান, আফগানিস্তান সম্ভবত গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং হুশিয়ার করে দেন যে সেই পরিস্থিতি দেশটিতে সন্ত্রাসী গ্ৰুপগুলির পুনরুত্থানে সহায়ক হবেI
আমেরিকান সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে তালিবান গোষ্ঠী দ্রুত অভিযান চালিয়ে আফগানিস্তান দখল করে নেয় এবং একমাত্র উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশটি কট্টরবাদী ইসলামপন্থিদলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমর্থ হয়I
জয়েন্ট চিফস অফ স্টাফ’এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি ফক্স সংবাদ মাধ্যমকে জানান, “আমার সামরিক মূল্যায়ন এই যে, সেখানকার পরিস্থিতি গৃহযুদ্ধের রূপ নিতে পারে”।তিনি প্রশ্ন রাখেন, তালিবান যারা এখনো কোনো সরকারের ঘোষণা দেয়নি, তারা কি ক্ষমতা সুসংহত করতে এবং একটি কার্যকর সরকার গঠন করতে পারবে!
জেনারেল মার্ক মিলি বলেন, "আমার মনে হয় সেখানে বৃহত্তর এক গৃহযুদ্ধ হওয়ার সমূহ আশংকা রয়েছে , যা পরবর্তীতে এমন পরিস্থিতির সৃষ্টি করবে, যা আল কায়দার পুনর্গঠনে কিংবা আইসিস বা অন্যান্য সন্ত্রাসী দলেরশক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
তিনি জোর দিয়ে বলেন আফগানিস্তানে কি ঘটতে যাচ্ছে সে ভবিষ্যৎবাণী তিনি করতে পারছেন না, তবে তিনি কেবল এক বিবর্ণ চিত্র তুলে ধরছেন। মিলি ফক্স সংবাদ মাধ্যমকে বলেন, "সেখানকার পরিস্থিতি এমন যেআগামী ১২, ২৪ বা ৩৬ মাসে ওই ব্যাপক এলাকাজুড়ে আপনারা দেখতে পারেন সন্ত্রাসবাদের পুনরুথান।
যুক্তরাষ্ট্র ২০০১ সালে আল কায়দার ১১ই সেপ্টেম্বরের হামলার পর,আফগানিস্তানে অভিযান চালায় এবং প্রথম তালিবান সরকারকে উৎখাত করেI পশ্চিমের সরকারগুলির আশংকা যে আফগানিস্তান আবারও সন্ত্রাসীদের অভয় আশ্রয়স্থল হয়ে উঠতে পারে যারা কীনা তাদের উপর হামলা চালাতে বদ্ধপরিকর।
যুক্তরাষ্ট্র বলেছে আফগানিস্তানে তাদের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে তারা সীমান্তের বাইরে থেকে আঘাত হানার ক্ষমতা রাখেI
(এএফপি)