অ্যাকসেসিবিলিটি লিংক

কান্দাহারে সংসদীয় নির্বাচন স্থগিত ঘোষণা 


আফগানিস্তানের নির্বাচন কমিশনার দক্ষিণাঞ্চলের প্রদেশ কান্দাহারের সংসদীয় নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। কান্দাহারের সরকারী ভবনে এক গুলির ঘটনায় পুলিশ কমান্ডার জেনারেল আব্দুল রাজিকসহ দু’জন শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তা নিহত হওয়ার পরপরই এই ঘোষণা দেন। তারা বলছেন, শনিবারের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে যাতে শোকার্তরা নিহতদের জানাজা বা শেষকৃত্যে যোগ দিতে পারেন সেকথা বিবেচনা করে। বৃহস্পতিবার, পুলিশ কমান্ডার জেনারেল আব্দুল রাজিক যুক্তরাষ্ট্রের জেনারেলের সংগে বৈঠক করার সময় ঐ ঘটনা ঘটে। এর আগেও জেনারেল আব্দুল রাজিককে লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালানো হয়।

আমেরিকার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল স্কট মিলার আফগানিস্তান সফরকালে গভর্নর এবং প্রাদেশিক কর্মকর্তাদের সংগে বৈঠকে গুলির ঘটনায় পুলিশ কমান্ডার জেনারেল আব্দুল রাজিকসহ দু’জন শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তা নিহত হন। জেনারেল স্কট মিলার ঐ সময় তিনি সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন।

তালিবান ঐ আক্রমণের দায়িত্ব স্বীকার করছে।


XS
SM
MD
LG