অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের ভবিষ্যৎ তাদের নেতাদের ওপর -যুক্তরাষ্ট্র


হেরাত প্রদেশে তালিবান ও নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে সহায়তাদানকারী আফগান ন্যাশনাল আর্মি কমান্ডো, ফাইল ছবি, ১লা অগাস্ট, ২০২১- এএফপি
হেরাত প্রদেশে তালিবান ও নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে সহায়তাদানকারী আফগান ন্যাশনাল আর্মি কমান্ডো, ফাইল ছবি, ১লা অগাস্ট, ২০২১- এএফপি


তালিবানের প্রতিটি নতুন বিজয় দাবি করার সঙ্গে সঙ্গে, আফগান সরকারের প্রতি ওয়াশিংটনের বার্তা এখন আরও পরিচ্ছন্ন, আর তা হোল, তালিবানের সামরিক অভিযান থামাতে ব্যর্থতা এখন আপনাদের ওপরেই বর্তায়I এই বার্তা, এখন আরও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছেI

বুধবার, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি, জেন সাকি বলেন, আফগান নেতাদের এখন একত্রিত হতে হবে, কারণ তাদের ওপরেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎI তিনি বলেন, আফগান প্রতিরক্ষার বাহিনীর যা প্রয়োজন, তা তাদের কাছে রয়েছেI তিনি বলেন, তালিবানের বিরুদ্ধে লড়তে, তাদের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা বা নেতাদের একত্রিত করার সামর্থ আছে কিনা, তা নির্ধারণ করতে হবেI

প্রেসিডেন্ট আশরাফ গনি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবিও একই ধরণের মনোভাব পোষণ করেন করেনI তিনি বলেন. "আমরা তাঁকে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কোনো উপদেশ দিতে চাই না, এটা তাঁর দেশ, তিনিই দেশের কমান্ডার ইন চিফI মুখপাত্র কিরবি বলেন, "এটা তাঁর রাজনৈতিক নেতৃত্ব, তাঁর রাজনৈতিক সদিচ্ছাই এনে দিতে পারে, এক বিরাট পার্থক্য"I

বুধবার, হোয়াইট হাউজ ও পেন্টাগনের মন্তব্যে একদিন আগে দেয়া, প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের প্রতিফলন রয়েছে, যেখানে তিনি ২০২০ সালে তালিবানের সঙ্গে চুক্তির ভিত্তিতে, দু দশকের বেশি সময়ের পর, যুক্তরাষ্ট্রের সেনাদের ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সমর্থন করেনI

XS
SM
MD
LG