দ্বিপাক্ষিক নিরাপত্তা ও সন্ত্রাস প্রতিরোধ নিয়ে বৈঠক করেছেন আফগানিস্তান ও পাকিস্তানের গোয়েন্দা প্রধানেরা।
পাকিস্তানের Inter-Services Intelligence, ISI, মহাপরিচালক Lt. General Naveed Mukhtar মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বৈঠক করেন আফগানিস্তানের National Directorate of Security, or NDS প্রধান Masoom Stanekzai,র সাথে।
জেনারেল মুখতার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও বৈঠক করবেন। তবে আলোচনার বিস্তারিত কিছু জানা যায়নি।