আফগানিস্তানের শান্তি উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, জালমে খালিলজাদ কাতারে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে তালিবান নেতাদের সঙ্গে মত বিনিময় করেন I এই আলোচনায় শামিল হয়েছিলেন আফগানিস্তানে আন্তর্জাতিক কোয়ালিশন দলের কমান্ডার, জেনারেল স্কট মিলার I
তালিবানদের মুখপাত্র সুহেইল শাহীন, টুইটার মারফত জানান,অন্যান্য বিষয় ছাড়াও তারা বন্দিদের দ্রুত মুক্তি এবং দুটি পক্ষের শান্তি আলোচনা পুনরায় শুরু করা নিয়ে আলোচনা করেছেন I কাতারের পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত,মুতলাখ আল কাহ্তানীও বৈঠকে অংশ নেন I
কাতার বৈঠক শেষে, রাষ্ট্রদূত খালিলজাদ পাকিস্তান সফর করেন এবং সামরিক বাহিনী প্রধান, কামার জাভেদ বাজওয়া'র সঙ্গে আফগান শরণার্থীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন I বর্তমানে পাকিস্তান সীমান্ত এলাকায় প্রায় ৩০ লক্ষ আফগান শরণার্থী তাঁবুতে বসবাস করছেন I