আফগানিস্তানে ক্ষমতাচ্যুত প্রাদেশিক গভর্নর আতা মোহাম্মদ নুর এসপ্তাহের পরিকল্পিত সরকার বিরোধী বিক্ষোভ মুলতবি করেছে। মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা মিস্টার নুরকে প্রাভাবিত করতে পেরেছে।
নুর ১৩ বছর ধরে আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রদেশ বাল্খ শাসন করেছেন। প্রেসিডেন্ট আশরাফ গানি ডিসেম্বর মাসে নুরকে ওই পদ থেকে সরান। কিন্তু নুর ওই পদ ছাড়তে অস্বীকার করেন, এবং বলেন প্রেসিডেন্টের নির্দেশ অবৈধ।
নুর, তার দাবী যাতে কেন্দ্রীয় সরকার মেনে নেয়, সেই লক্ষ্যে এক বিশাল সমাবেশের পরিকল্পনা করেন। মঙ্গলবার থেকে কাবুলে, হাজার হাজার গাড়িতে সমর্থকদের নিয়ে তিন দিনের অবস্থান ধর্মঘটের পরিকল্পনা করেছিলেন তিনি। রবিবার প্রাদেশিক রাজধানী মাজারে শরিফে, তিনি সাংবাদিকদের বলেন যে তিনি বিক্ষোভ মুলতবি করেছেন। তিনি আরও বলেছেন প্রভাবশালী ব্যক্তিরা তাকে প্রতিবাদ বিক্ষোভ স্থগিত করার আবেদন জানান।
কাবুলে বুধবার একটা আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা।