আফগানিস্তানের রাজধানী কাবুলে, সরকারী কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শিদের সূত্রে বলা হচ্ছে- রূশ দূতবাসের কাছাকাছি আত্মঘাতি এক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে – এবং এতে লোকজন হতাহত হয়েছে বলেও বলা হচ্ছে।
আফগানিস্তানের জন স্বাস্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে-হাসপাতালে একটি মৃতদেহ পৌঁচেছে এ অব্দি এবং নারী পুরুষ মিলিয়ে আহতের সংখ্যা কম হলেও ২২ বলে জানা গিয়েছে।
মন্ত্রণালয়ের জন স্বাস্থ বিভাগের পরিচালক মোহাম্মদ ইসমাইল কাওয়াসী ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছেন- হতাহতের সংখ্যা বেশি হতেও পারে।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে কম হলেও চার জনের মৃত্যুর কথা বলা হয়েছে।