অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সরকারের সঙ্গে আলোচনার খবর অস্বীকার করেছে তালিবান


আফগানিস্তানের তালিবান এই খবরের সত্যতা অস্বীকার করছে যে তারা আফগান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদসে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই হামিদ কারজাইয়েন সরকার গোপনে তালিবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে।

ভয়েস অফ আমেরিকার বার্তা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরকারের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে বলেন এই দাবি ভিত্তিহিন এবং আফগান সরকারের তৈরি বানোয়াট দাবি।

মুখপাত্রটি বলেন যে যেহেতু তালিবান মনে করে যে দেশটি এখন বিদেশিদের দখলে রয়েছে সেহেতু কারজাই প্রশাসনের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় মাত্র।

ও দিকে আফগানিস্তানের হাই পিস কাউন্সিলের মুখপাত্র ইসমাইল কাসিমইয়ারা ভয়েস অফ আমেরিকার আশনা টেলিভিশণকে বলেন যে তিনি এই বৈঠকের সত্যতা স্বীকার বা অস্বীকার কোনটাই করছেন না।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকা নাম প্রকাশ করা হয়নি এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে লিখেছে যে এই আলোচনা নভেম্বর মাসে শুরু হয় তবে এতে কোন অগ্রগতি হয়নি।
XS
SM
MD
LG