অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবান অপহরণ করা বাস যাত্রীরা ছাড়া পেয়েছেন


আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানদের অপহরণ করা বাস যাত্রীদের অধিকাংশই এখন ছাড়া পেয়েছে প্রবীণ বয়সী আফগান উপজাতি নেতৃবৃন্দের মধ্যস্থতায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী বাহার মেহের বলেছেন এখন দুর্বৃত্তদের কব্জায় আটক রয়েছেন বারো সংখ্যক যাত্রী। এ বাস যাত্রীদের পাকড়াও করা হয় তিনটি বাস থেকে কুন্দুজ প্রদেশে সোমবার ভোরের বেলায়। প্রতিটি বাসের যাত্রী ধারণ ক্ষমতা ছিলও ৬০ জন করে এবং তিনটি বাসের আরোহী ছিল নারী এবং শিশুসহ সর্বমোট ১৭০ জন। বাসগুলো তাকার প্রদেশ থেকে কাবুল যাচ্ছিল।

এর আগে রবিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি তালেবানরাও শরিক হবে, এই শর্তাধীনে তিন মাসের অস্ত্র বিরতি ঘোষণা করেন।
তালেবানদের সূত্রে বলা হয় তাদের নেতৃত্ব মহল থেকে সামরিক কমান্ডারদের প্রতি নির্দেশ দেওয়া হবে ঈদুল আদহার চারদিনের জন্যে অস্ত্র বিরতি করতে বলে, তবে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা নাও করা হতে পারে। এর আগে তালেবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহীদ ঘোষণা করেন এ গোষ্ঠী বেশ কিছু সংখ্যক আটক লোকজনকে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালনের সুযোগ দেওয়ার জন্যে আটক অবস্থা থেকে মুক্ত করে দেবে। আফগানিস্তানে ঈদুল আদহা উদযাপিত হবে মঙ্গলবার দিন।
এর আগে প্রেসিডেন্ট আশরাফ গানী অস্ত্র বিরতি ঘোষণা করেছিলেন ঈদুল ফিতরের সময় জুন মাসে এবং তালেবানরাও তখন এর প্রতিক্রিয়ায় অনুরূপভাবে ইতিবাচক সাড়া দিয়ে ছিল।

XS
SM
MD
LG