অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার ড্রোন হামলায় প্রধান এক তালিবান কমান্ডার নিহত


শীর্ষ স্থানীয় তালিবান কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে যে আমেরিকার ড্রোন হামলায় প্রধান এক তালিবান কমান্ডার নিহত হয়েছেন। তিন বছর আগে বন্দি বিনিময়ে--- তালিবানরা যুক্তরাষ্ট্র সেনা বাহিনীর সার্জেন্ট বো বার্গডেলকে মুক্তি দেয়ার সময় ঐ তালিবান কমান্ডার ঘনিষ্ঠ ভাবে যুক্ত ছিলেন। বো বার্গডেলকে তিনি বলে ছিলেন আফগানিস্তানে সে যেন আর কখনও ফিরে না আসে। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত আমেরিকান বাহিনী বা রিসোলিউট সাপোর্ট পাকিস্তানে অথবা আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার কোন অভিযান চালায়নি।

তালিবান সূত্র শুক্রবার নিশ্চিত করেছে, পাকিস্তান সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে যে দু'জন নিহত হয়েছে তাদের একজন হচ্ছেন তালিবান নেতা কুয়ারী আব্দুল্লাহ মিরাজ। তালিবান ধারনা করছে যে আমেরিকার ক্ষেপণাস্ত্রের আঘাতে ঐ নেতা প্রাণ হারিয়েছেন।

কিউবার গুয়ান্টানামো বে-তে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক তালিবান৫সদস্যের মুক্তির বিনিময়ে আমেরিকার সেনা বার্গডেলকে মুক্তি দেয়। তালিবান বার্গডেলকে পাঁচ বছর আটক রাখে।

XS
SM
MD
LG