আফগানিস্তানের উত্তরাংশে,পুলিশ বলছে- আত্মঘাতি এক বোমাবাজ বিস্ফোরকভর্তি একটি মোটোরযানে বিস্ফোরণ ঘটিয়েছে জনাকীর্ণ এক বাজার এলাকায়। এতে নিহত হয়েছে ১৯ ব্যক্তি- আহত হয়েছে অন্যান্য ৩৫ জনেরও বেশি।
প্রাদেশিক পুলিশের সহকারী প্রধান বারিয়ালিয়া বাশারইয়ার সাংবাদিকদের জানান- ফারিয়াব প্রদেশের আলমার অঞ্চলের ঐ বিস্ফোরণ দৃশ্যত:, সামরিক ব্যক্তিবর্গকে নিশানা করেই চালানো হয়েছিলো বলে মনে হচ্ছে।বলেন, তবে হতাহত হয়েছেন যাঁরা তাঁদের বেশির ভাগই কিন্তু নিরিহ, সাধারণ মানুষজন। বলেন-মৃতের সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মনে হচ্ছে। এ অবধি এ হামলার দায়দায়িত্ব কেউই দাবি করেনি।