অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ বলেছে ৩ লক্ষ ৭০ হাজার আফগান শরণার্থী পাকিস্তান থেকে দেশে ফিরে গেছে


FILE - An Afghan family, returning from Pakistan, watch a short video clip about mines during a mines and explosives awareness program at a United Nations High Commissioner for Refugees (UNHCR) registration centre in Kabul, Sept. 27, 2016.
FILE - An Afghan family, returning from Pakistan, watch a short video clip about mines during a mines and explosives awareness program at a United Nations High Commissioner for Refugees (UNHCR) registration centre in Kabul, Sept. 27, 2016.

জাতিসংঘ থেকে বলা হযেছে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার আফগান শরণার্থী এ বছর প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে দেশে ফিরে গেছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে প্রত্যাবর্তনের হার বাড়তে থাকে।

কাবুলে জাতি সংঘের Coordination of Humanitarian Affairs দফতর থেকে বলা হয় শুধু গত সপ্তাহেই প্রায় ৫২ হাজার আফগান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে ফিরে যায়। ২০০৯ সালের পর, সাত দিনে এত বিপুল সংখ্যায় শরণার্থী আর ফেরেনি।

জাতি সংঘ আরও বলেছে এই সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষের অব্যাহত চাপ। পাকিস্তান, ভিসার জন্য নতুন বিধি নিষেধ আরোপ করছে, রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানোর সময় কমিয়ে দিচ্ছে, পুলিশের অভিযান বাড়িয়ে দেওয়া হচ্ছে, আটক করা আর বহিষ্কার করার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে ইত্যাদি।

XS
SM
MD
LG