অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আর এক প্রাদেশিক গভর্নর, তাঁকে সরানোর প্রেসিডেন্টের নির্দেশ উপেক্ষা করেন


Afghanistan

রবিবার আফগানিস্তানে রাজনৈতিক সঙ্কট আরও গভীর আকার ধারণ করে যখন দ্বিতীয় এক প্রাদেশিক গভর্নর, তাঁকে সরানোর যে নির্দেশ প্রেসিডেন্ট দিয়েছেন তা তিনি উপেক্ষা করেন।

স্থানীয় সুশাসন ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টায়, শনিবার প্রেসিডেন্ট আশরাফ গানির দফতর থেকে ৬টি প্রদেশে নতুন প্রধান নিয়োগ অনুমোদন করে এবং ঘোষণা করে। এর মধ্যে অন্তর্ভুক্ত উত্তরে সামাঙ্গান প্রদেশ।

কিন্তু আব্দুল কারিম খাদেম যিনি সামাঙ্গান শাসন করছেন প্রায় এক বছর ধরে, তিনি প্রেসিডেন্টের আদেশের সমালোচনা করেন এবং প্রত্যাখ্যান করেন এই বলে যে তা গ্রহণযোগ্য নয়।

কেন্দ্রীয় সরকার আব্দুল লাতিফ ইব্রাহিমীকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ করেছে। ইব্রাহিমী হেজবে ইসলামী দলের সাবেক সদস্য।

রবিবার এক সংবাদ সম্মেলনে খাদেম সামাঙ্গাানের গভর্নর হিসেবে কাজ করা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

XS
SM
MD
LG