অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে, আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৫৭জন নিহত


Clothes and sandals are seen at the site of a suicide bomb attack in Kabul, Afghanistan, April 22, 2018.
Clothes and sandals are seen at the site of a suicide bomb attack in Kabul, Afghanistan, April 22, 2018.

রবিবার সকালে কাবুলে, আফগান ভোটারদের পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৫৭জন নিহত হয় এবং আহত হয় ১০০জনের বেশী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তাজকিরা বা পরিচয়পত্র পাওয়ার জন্য লোকজন ওই কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন। সে সময় হামলাকারী গায়ে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায়। আফগানিস্তানে নির্বাচনে ভোট দেওয়ার জন্য ওই পরিচয়পত্রের প্রয়োজন।

হাসপাতাল সূত্রে বলা হয় আহত অন্তত ১০জনের অবস্থা অতি সঙ্কটপূর্ণ।

ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

আফগান প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ ওই সন্ত্রাসী আক্রমণের তীব্র সমালোচনা করেছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আশরাফ ঘানি ভোটার নিবন্ধিকরণ প্রক্রিয়া শুরু করেছেন। এর ফলে স্বতন্ত্র নির্বাচন কমিশন ২০ অক্টোবারের সংসদীয় এবং জেলা পরিষদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করতে পারবে। এই প্রথম আফগান ইতিহাসে আনুষ্ঠানিক ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG