আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ হুমকি দিয়েছেন, তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে জুনের ফিরতি নির্বাচনের যে অডিট চলছে, তা থেকে নিজেকে প্রত্যাহার করবেন। এর ফলে অচলাবস্থা আরো সংকটপূর্ণ হবে।
আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা দলের একজন উর্ধ্বতন সদস্য প্রতিবেদকদের বলেছেন, এই অডিটকারীরা বেশ কিছু ভোট বাতিল করতে অস্বীকৃতি জানিয়েছেন, যে ভোটগুলোকে তারা মনে করছেন অগ্রহণযোগ্য।
তিনি এই অডিট প্রক্রিয়াকে এক ধরনের পরিহাস বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তাদের আশঙ্কার প্রতি যদি সম্মান দেখানো না হয়, তাহলে বুধবার মিঃ আব্দুল্লাহ নিজেকে প্রত্যাহার করে নেবেন।
অডিটকারীরা এখন এই ৮০ লক্ষ ভোট পরীক্ষার শেষ পর্যায়ে আছেন। জুন মাসের ১৪ তারিখ আব্দুল্লাহ ও আশারাফ ঘানির মধ্যে ফিরতি দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যস্ততায় এবং জাতিসংঘের তত্ত্বাবধানে এই অডিট প্রক্রিয়া চলছে। ওয়াশিংটন আশা করছে, এই প্রক্রিয়া শেষ হলে, এ মাসের শেষে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন।