অ্যাকসেসিবিলিটি লিংক

আত্মঘাতী বোমা আক্রমণকারী আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালায়


এক আত্মঘাতী বোমা আক্রমণকারী আফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালায় এবং ৩ জন আফগানকে হত্যা করে।

তালেবান আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। বুধবার খোস্ত প্রদেশে ফরওয়ার্ড অপারেটিং বেস চ্যাপম্যান নামে পরিচিত স্থাপনার কাছে ওই হামলা হয়।

কর্তৃপক্ষ বলেছে বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তী একটি ভ্যানে বিস্ফোরণ ঘটায় যখন এক রক্ষী ঘাটির প্রবেশ পথের কাছে ভ্যানটিতে তল্লাশি চালাচ্ছিলো। ওই রক্ষী এবং কাছাকাছি দুই অসামরিক ব্যাক্তি নিহত হন।
XS
SM
MD
LG