আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক তালেবান অনুপ্রবেশকারী সরকারি বাহিনীর ৬ সেনাকে গুলি করে হত্যা করে। এর ফলে গত সপ্তাহে, সেনা বাহিনী ও পুলিশ কর্মীদের মধ্যে যারা বিদ্রোহীদের হাতে নিহত হয় তাদের সংখ্যা দাড়ালো প্রায় ১০০তে।
রবিবার আফগান ও বিদ্রোহী কর্মকর্তারা বলেছেন কথিত “অভ্যন্তরীণ আক্রমণের” সব শেষ ঘটনা ঘটে জাবুল (zabul) প্রদেশে এক নিরাপত্তা চৌকিতে। সেখানে এক পুলিশ রক্ষী তার বন্দুক দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
ওই চৌকির কম্যান্ডার সহ ৬জন পুলিশকে ওই বন্দুকধারী, গুলি করে হত্যা করে। আফগান বার্তা মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় হামলাকারী পরে তালেবানের সঙ্গে যোগ দেয় এবং চৌকির নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে তুলে দেয়।
গত সপ্তাহে তালেবান বেশ কয়েকটি আফগান সামরিক ঘাটি ও স্থাপনায় বিশেষ করে দক্ষিণাঞ্চলের উত্তেজনাপূর্ণ প্রদেশগুলোতে হামলা চালায়। তারা নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে ও জখম করে।