যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে ফিরে গেছে।
নেটো, আফগানিস্তানে তাদের লড়াই মিশন শেষ করার তিন বছর পর, উত্তেজনাপূর্ণ প্রদেশে মেরিন সেনারা ফিরে গেছে। ওই এলাকায় পপি চাষ হয়।
শনিবার হেলমান্দ কম্যান্ড হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানে, উপস্থিত ছিল আমেরিকান মেরিন সেনা ও নেটো বাহিনী।
এবারে লড়াইয়ের পরিবর্তে মেরিন সেনারা প্রশিক্ষণ দেবে, পরামর্শ দেবে এবং আফগান নিরাপত্তা বাহিনীকে সহায়তা দেবে। তালেবান বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার লক্ষ্যে আফগান নিরাপত্তা বাহিনী চেষ্টা চালাচ্ছে।