আফগান কর্মকর্তারা সোমবার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন, যে দক্ষিণাঞ্চলের একটি উত্তেজনাপূর্ণ প্রদেশে গত রাতে নেটোর বিমান আক্রমণে অন্তত ২৮জন মাদক দমন পুলিশ নিহত হয়, আহত হয় অন্যান্য বেশ কয়েকজন।
রবিবার রাতে হেলমান্দের সাঙ্গিন জেলায়, ওই ঘটনা ঘটে। বিমান হামলার ওই একই সময় সেখানে মাদক দমন অভিযান চলছিলো। যারা হামলার শিকার হয়, তাদের পরনে বেসামরিক পোশাক ছিল এবং তারা বেসরকারী গাড়ীতে যাচ্ছিলো।
তাৎক্ষনিক বিস্তারিত আর কোন কিছু জানা যায়নি যে কেন ওই এলাকায় হামলা চালানো হয়। ওই এলাকায় তালেবান বিদ্রোহীরাও সক্রিয়।
নেটোর নেতৃত্বে রেসোলিউট সাপোর্ট মিশনে অধিকাংশই আমেরিকান সেনারা আছে। রেসোলিউট সাপোর্ট ওই ঘটনা সম্পর্কে এখনও কোন মন্তব্য করেনি।