অ্যাকসেসিবিলিটি লিংক

চরমপন্থীরা আফগান গোয়েন্দা ব্যুরোর উপর আক্রমণ চালিয়েছে


আফগানিস্তানের রাজধানীর কাছে অন্তত ৪জন আফগান গোয়েন্দা অফিসার নিহত হন যখন সন্দেহভাজন চরমপন্থী তালেবান একটি গোয়েন্দা অফিসে হামলা চালায়।

কর্মকর্তারা বলেন রবিবার ওয়ারদাক প্রদেশের রাজধানী মায়দান শাহ’তে ভবনটির বাইরে ৬ জন আত্নঘাতী আক্রমণকারী বোমা বিস্ফোরণ করে। কাবুল থেকে ২৫ কিলোমিটার দূরে সেটি অবস্থিত।


যে সৈনিকরা চত্বরটি রক্ষা করছিল তাদের মধ্যে অন্তত চার জন সৈনিক নিহত হয়। ৫জন হামলাকরীও নিহত হয়। ১২ জনের বেশি অসামরিক ব্যাক্তি আহত হয়।

প্রাদেশিক আফগান কর্মকর্তারা বলেন দেশের অন্যান্য স্থানে নেটোর বিমান আক্রমণে অন্তত ন’ জন অসামরিক ব্যাক্তি নিহত হয়। নেটোর কর্মকর্তারা বলেছেন কোন অসামরিক লোকজন নিহত হয়নি।

কুনার প্রদেশের পুলিশ প্রধান রবিবার বলেছেন শনিবারের ওই হামলায় মহিলা ও শিশুরা নিহত হয়।
XS
SM
MD
LG