এ সপ্তাহের জাতিসংঘের বার্ষিক শরণার্থী সম্মেলনে আফগানিস্তান ও ইথিওপিয়ার শরণার্থী ও মানবিক সঙ্কটের মত বিষয়গুলি গুরুত্ব পেল, এ নিয়ে তুমুল বিতর্ক হলো।
জাতিসংঘ শরণার্থী বিষয়কহাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বলেন, সপ্তাহব্যাপী আলোচনাগুলো ছিল গঠনমূলক I লক্ষ লক্ষ গৃহহীন আফগান জনগণের কাছে জরুরি, পরিবর্তনশীল ও বিনা শর্তে সাহায্য সরবরাহের বিষয়টিতে সাধারণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়I
তিনি জানান এই সহায়তা দেয়া সম্ভব, তবে শীতের আগেই অতি সত্বর খাদ্য, আশ্রয় ও অন্যান্য নিত্য-প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে হবেI তিনি জানান, তালিবান এসব সরবরাহ কাজে কোনো বাধা দেবে নাI
গ্রান্ডি জানান, তালিবানের ক্ষমতা গ্রহণের পর আফগান সমাজ বলতে গেলে নিষ্প্রভই রয়েছে। তিনি সতর্ক করে দেন যে যদি আন্তর্জাতিক সম্প্রদায় দেশের পরিষেবা,ব্যাঙ্কিং ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকান্ড সম্পূর্ণ ধ্বসে পড়ার আগে সহযোগিতার হাত না বাড়ায় তা হ’লে আরো বৃহৎ আকারের মানবিক সংকট সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, এটা অত্যন্ত দুরহ কাজ, আফগানিস্তানের বেশির ভাগ অর্থনৈতিক কর্মকান্ড এর আগে আন্তর্জাতিক সহায়তায় পরিচালিত হয়েছে, যে আন্তর্জাতিক সমর্থন হয় বাজেয়াপ্ত বা বন্ধ করে দেয়া হয়েছেI তাই এখন প্রশ্ন কি করে এসব পরিষেবা নিশ্চিত করা যায়, কি করে অর্থনীতিকে আবারও সচল করা যায় এবং একটি বড় ধরণের মানবিক সঙ্কট এড়ানো যায়I