অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ দূত নিরাপত্তা পরিষদকে জানান- সার্বিকভাবে,দেশটিতে নিরাপত্তা ক্ষেত্রে অবনতি ঘটেছে


আফগানিস্তানে নেটোর একটি টহল দলের ওপর তালেবান আত্মঘাতি বোমাবাজের হামলায় যুক্তরাষ্ট্রের ছয় সৈনিক নিহত হওয়ার ঘন্টা কয়েক পরই আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ দূত নিরাপত্তা পরিষদকে জানান- সার্বিকভাবে,দেশটিতে নিরাপত্তা ক্ষেত্রে অবনতি ঘটেছে।

নিকোলাস হেইসাম বলেন- আফগান সৈনিকরা তাদের ক্ষমতা-দক্ষতার সর্বোতো প্রয়োগ করলেও তাদের আরো উন্নততরো রণকৌশল-সম্ভার, শ্রেয়তরো প্রশাসনিক ব্যবস্থার দরকার-মনোবল উজ্জীবনের প্রয়োজন রয়েছে তাদের আরো বেশি করে।রাজনৈতিক অঙ্গনের অগ্রগতির ওপরেও জোর দেন তিনি- বলেন,সামনের বছর দেশটির সংহতি সরকারকে আরো সক্রিয় হতে হবে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো মিত্র জোটের যোদ্ধৃ মিশন শেষ হয়েছে এক বছর হয়ে গিয়েছে- আফগান আরক্ষা বাহিনীর প্রশিক্ষন, পরামর্শদানের যে কাজ জোট করছে, যাতে ঐ বাহিনী নিজেরাই নিজেদের দেশের প্রতিরক্ষা করতে পারে, সে কাজেরও এক বছর হয়ে গিয়েছে এখন।যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতর তাদের রিপোর্টে বলছে- ভূখন্ডের রক্ষাকাজে আফগান বাহিনীর দক্ষতায় অসমতা রয়েছে- তাদের ঐ দক্ষতা মূলত:প্রতিরক্ষার কাজেই নিবদ্ধ।দু’ হাজার এক সালের অক্টোবরে আফগানিস্তানের লড়াই শুরুর পর হতে এ অবধি যুক্তরাষ্ট্রের আঠারো শয়েরও বেশি সৈনিক প্রাণ হারিয়েছে।

XS
SM
MD
LG