অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে একজন বাংলাদেশী নিহত সাতজন অপহৃত


আফগানিস্তানে একজন বাংলাদেশী নিহত সাতজন অপহৃত
আফগানিস্তানে একজন বাংলাদেশী নিহত সাতজন অপহৃত

আফগানিস্তানে কর্মরত একজন বাংলাদেশি প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর ওই ঘটনা ঘটে। একই সময় তার সাত সহকর্মীকে অপহরণ করা হয়। এসম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।

শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে ওই বাংলাদেশী প্রকৌশলী নিহত হন। অবশিষ্ট সাতজনকে পণবন্দী করার কথা বলা হয়েছে। এই বাংলাদেশী প্রকৌশলী ঐ বালখ প্রদেশে একটি কোরিয়ান কোম্পাণীর সঙ্গে সেখানে রাস্তা নির্মাণের কাজে চুক্তিবদ্ধ ছিলেন। কাবুলে অবস্থিত ব্র্যাকের আবাসিক প্রতিনিধি ফজলুল হক আমাদের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে নিহত লোকটির নাম আলতাফ হোসেন । তিনি পাবনার কাশীনাথ পুরের বাশিন্দা । তাঁর মরদেহ পরে মাজারে শরীফ থেকে কাবুল নিয়ে আসার কথা।

এদিকে অপহৃত সাতজন বাংলাদেশির মধ্যে দু জন অসুস্থ্য হয়ে পড়লে অপহরণকারীরা তাদের জঙ্গলে ফেলে যায়। পরে আফগান নিরাপত্তা রক্ষীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফজলুল হক মনে করেন যে অপহরণকারীরা সম্ভবত তালিবান নয় কারণ তারা এই অপহরণের দায় স্বীকার করেনি এবং আপাত দৃষ্টিতে পণ আদায় করাই এই অপহরণের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

XS
SM
MD
LG