অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে এক আত্মঘাতি বিস্ফোরণে নিহত কম হলেও চল্লিশ জন


আফগান কতৃপক্ষ বলছে-আত্মঘাতি বোমার বিস্ফোরণে আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিহত হয়েছে কম হলেও ৪০ ব্যক্তি।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মূখপাত্র জেনারেল মোহাম্মদ যহির আযিমি বলছেন-ঐ বোমারূ, বিস্ফোরক ভর্তি তার মোটোর যানটিতে বিস্ফোরণ ঘটায়,পাকতিয়া প্রদেশের উরগুন জেলায় আজ মঙ্গলবার,জনাকীর্ণ এক বাজারের কাছে।এতে আরো অন্তত:৪২ জন জখম হয়েছে বলে জানান আযিমি।

কতৃপক্ষিয় সুত্রে বলা হয়-বোমারূ ঐ বিস্ফোরণ ঘটায় যখন, পুলিশ সে সময়টাতে তার পিছু ধাওয়া করছিলো।

বিস্ফোরণে অনেক কটি দোকান পাট বিধ্বস্ত হয়েছে – লোকজন ধংসস্তুপের নিচে চাপা পড়ে।

তাত্ক্ষনিকভাবে কোনো পক্ষ হতেই এর দায় দায়িত্ব কেউ দাবি করেনি-তবে,তালেবান দল,এক বয়ান জারি করে এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

XS
SM
MD
LG