আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের কর্মকর্তারা বলেছেন বুধবার এক বোমা আক্রমণে, আসন্ন সংসদীয় নির্বাচনের এক প্রার্থীকে, হত্যা করা হয়। প্রার্থীর নির্বাচনী দফতরে ওই হামলা চালানো হয়।হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমর যক, বলেছেন লাশকারগাহ শহরে জব্বার কাহরামান এর দফতরে বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণে অন্যান্য কয়েকজন আহত হয়। হেলমান্দের জরুরী হাসপাতালে এক ডাক্তার বলেছেন দুজন নিহত হয় আহত হয় ৬জন।
স্থানীয় বার্তা মাধ্যমে বলা হয় একটি সোফার মধ্যে বিস্ফোরক বসানো হয়। তবে কয়েকজন প্রত্যক্ষ্যদর্শী ভয়েস অফ আমেরিকাকে বলেছেন কাহরামান এর সমর্থক সেজে এক ব্যক্তি ওই দফতরে প্রবেশ করে এবং তার বিস্ফোরক ভর্তী ভেস্টে বিস্ফোরণ ঘটায়।হেলমান্দ পুলিশের এক মুখপাত্র আব্দুস সালাম আফগান বলেছেন ঘটনা তদন্ত করে দেখার জন্য তদন্তকারী টিম ঘটনাস্থলে গিয়েছে।তালেবান ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।