ভয়েস অফ এমেরিকার পরিচালক আমেনডা বেনেট আফঘানিস্তানে সংবাদকর্মীদের হতাহতের ঘটনায় শোক জানান। তিনি বলেন ‘আজ আমরা মর্মাহত আফঘানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় আমাদের সহ-সংগঠন Radio Free Europe/Radio Liberty এর দুই সংবাদকর্মীর অকাল মৃত্যুতে।আরও একজন সংবাদকর্মী যার RFE/RL এ মে মাসে যোগদান করার কথা ছিল, তিনিও নিহত হয়েছেন। এই হামলায় ২৫জন নিহত এবং ৪৫জন আহত হয়েছেন। আমরা RFE/RL president Thomas Kent এর সঙ্গে এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারদের প্রতি জানাই সমবেদনা। ৩রা মে, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসকে (world press freedom day) সামনে রেখে, আজকের এই দুঃখজনক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সংবাদকর্মীরা অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের দর্শকদের জন্য সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ সংগ্রহ করেন।
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৯সাংবাদিক সহ ২৬ জন নিহতের ঘটনায় ভয়েস অফ এমেরিকার পরিচালক আমেনডা বেনেটের শোকবার্তা
