অ্যাকসেসিবিলিটি লিংক

এক সমীক্ষায় বলা হয়েছে আফগানিস্তানে প্রায় ৪৪শতাংশ শিশু স্কুলে যাচ্ছে না


Afghan children read books inside a library on wheels, in Kabul, Afghanistan, March 10, 2018.
Afghan children read books inside a library on wheels, in Kabul, Afghanistan, March 10, 2018.

আফগানিস্তানে শিক্ষা পরিস্থিতির বিষয়ে সদ্য প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে সে দেশের প্রায় ৪৪ শতাংশ শিশু স্কুলে যাচ্ছে না। ২০০২ সালের পর এই প্রথম এই হার বেড়েছে।

চলমান সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও তার সঙ্গে মেয়েদের বিরুদ্ধে বৈষম্য ও দারিদ্র—এর কারণ বলে বলা হয় এই রিপোর্টে। ৭ থেকে ১৭ বছরের ৩৭ লক্ষ শিশু স্কুলে যাচ্ছে না।

রবিবার কাবুলে এক সেমিনারে আফগান শিক্ষামন্ত্রী মিরওয়াইস বালখি এই রিপোর্ট নিয়ে আলোচনা করেন। ইউনিসেফ, ইউএসএআইডি এবং স্বতন্ত্র থিংক ট্যাংক স্যামুয়েল হল যৌথ ভাবে ওই পরিচালনা করে।

শিক্ষামন্ত্রী মিরওয়াইস বালখি উল্লেখ করেন যে যারা স্কুলে যাচ্ছে না তাদের মধ্যে ৬০ শতাংশই মেয়ে।

XS
SM
MD
LG