অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে ১০ বেসামরিক ব্যক্তি নিহত


A Pakistani soldier keeps guard at the Friendship Gate, crossing point at the Pakistan-Afghanistan border town of Chaman, Pakistan, March 7, 2017.
A Pakistani soldier keeps guard at the Friendship Gate, crossing point at the Pakistan-Afghanistan border town of Chaman, Pakistan, March 7, 2017.

প্রত্যক্ষদর্শীরা ও আত্মীয় স্বজনরা বলেছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে খুব ভোরে এক বোমা বিস্ফোরণে অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই ছিল শিশু ও নারী। ওই এলাকায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী তালেবান দমন অভিযান চালাচ্ছিল।

হেলমান্দ প্রদেশের যুদ্ধ কবলিত রাজধানী লাশকারগা’র অস্থিতিশীল এলাকা বাবাজিতে রবিবার ওই মারাত্বক বিস্ফোরণ ঘটে। এটা তাৎক্ষনিক সুস্পষ্ট হয়নি যে সরকারি বাহিনীর বিমান হামলায় না বিদ্রোহীদের সশস্ত্র হামলায় ওই বিস্ফোরণ ঘটে।

সেখানকার বাসিন্দারা বলেন বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং বেসামরিক লোকজন মারা যায়।

এক আঞ্চলিক সামরিক মুখপাত্র জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমেদ যায়ী এই খবর নিশ্চিত করেছেন যে তালেবান বিদ্রৌহীদের হঠিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় অভিযান চলছিলো।

XS
SM
MD
LG