আফগানিস্তান এই বিষয়টি তদন্ত করে দেখছে যে বুধবার রাতে সৈন্যরাই কি একটি বিয়ের অনুষ্ঠানে রকেট নিক্ষেপ করেছিল। দক্ষিণের হেলমান্দ প্রদেশে ব্যাখ্যাবিহীন ঐ আক্রমণে বহু লোক আহত হয় । পুলিশ মনে করছে যে সেনাবাহিনীর নিকটবর্তী একটি তল্লাশি চৌকি থেকে এই হামলা চালানো হয়।
জাতিসংঘ বলছে যে এই আক্রমণের বেশির ভাগ শিকার নারী ও শিশুরা।
১৩ বছর ধরে তালিবানের বিপক্ষে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও নেটোর যোদ্ধৃ ভূমিকার আনুষ্ঠানিক পরিসমাপ্তির পর আফগানিস্তান এখন নিজেই নিজের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট আশরাফ গণি বলেন যে তিনি তাঁর দেশে কোন রকম প্রক্সি যুদ্ধ লড়তে দেবেন না।
তিনি বলেন আজ থেকে, শক্তি ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান সিদ্ধান্তগুলো নেবে আফগানিস্তানের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ।আফগান প্রেসিডেন্ট আরও বলেন যে তাদেঁর উদ্দেশ্য হচ্ছে গোটা দেশে সব শক্তির বৈধ মালিক তাঁরাই। অন্যদের যুদ্ধক্ষেত্রে তাঁরা পরিণত হবেন না।
জাতিসংঘ বলছে ২০১৪ সালে আফগানিস্তানে সব চেয়ে বেশি সংখ্যক অসামরিক লোকের প্রাণ হানি ঘটে যার ৭৫ শতাংশই ঘটিয়েছে জঙ্গিরা।