অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান কর্মকর্তা বলেছেন ইরান আফগানিস্তান থেকে ভাড়াটে সেনা নিয়োগ করেছে


Afghanistan Taliban Leader
Afghanistan Taliban Leader

সিরিয়ায় যুদ্ধে লড়াই করার জন্য, ইরান হাজার হাজার শিয়া আফগান ও আঞ্চলিক অন্যান্য দেশের ভাড়াটে যোদ্ধা নিয়োগ করেছে সেই খবর নিশ্চিত করার অভিযোগে আফগানিস্তানে এক শীর্ষ কর্মকর্তা ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন।

গত সপ্তাহে তেহেরান সফরের সময় আফগানিস্তানের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহাকিক ওই বিতর্কমূলক মন্তব্য করেন। ভিডিওতে রেকর্ড করা ওই বক্তব্য আফগান বার্তা মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর সমালোচকরা সামাজিক মাধ্যমে মোহাকিকের তীব্র সমালোচনা করেন এবং তাকে বরখাস্ত করার আহ্বান জানান।

তেহেরানে ইরান ও অন্যান্য মুসলিম দেশের বিদ্বানদের এক শীর্ষ সম্মেলনে মোহাকিক, মেজর জেনারেল কাসেম সোলেইমানি, যিনি ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর বৈদেশিক কার্যক্রম পরিচালনা করেন, তাঁর খুব প্রশংসা করেন। ওই সম্মেলনের লক্ষ্য ছিল আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিভাবে ঐক্যবদ্ধ ইসলামিক ফ্রন্ট হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা।

XS
SM
MD
LG