আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে যে কাবুলে ইরাকী দূতাবাস যে দখল করা হয়েছিল, চার ঘন্টা পর তার অবসান হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আফগান নিরাপত্তা বাহিনী তিন আক্রমণকারীকে গুলি করে হত্যা করে। বন্দুক লড়াইয়ে একজন পুলিশ আহত হয়। দূতাবাসের কোন কর্মী আহত হয়নি।
সোমবার আফগানিস্তানের রাজধানীতে ইরাকী দূতাবাসে ভারী অস্ত্রে সজ্জিত চার জন আত্মঘাতী বোমা হামলাকারী চড়াও হয়।
ইসলামিক স্টেট, তাদের সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাকের মাধ্যমে ওই হামলার দায় স্বীকার করেছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয় বোমা আক্রমণকারীদের একজন, প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় এবং অন্যান্য হামলাকারীরা দূতাবাসে ঢুকে পড়ে।