অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে লয়া জিরগার অধিবেশনে শান্তি প্রতিষ্ঠার দাবী


আফগানিস্তানের রাজধানী কাবুলে মহা-পরিষদ লয়া জিরগার অধিবেশন আজ শুক্রবার শেষ হয়েছে। জিরগার প্রতিনিধিরা তালিবানের সংগে শান্তি প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন। ওদিকে, প্রেসিডেন্ট আশরাফ গাণী রমজান শুরুর আগেই ১৭৫ জন তালিবান বন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।

প্রতিনিধিরা অস্ত্র বিরতির যে দাবী জানান তালিবান রূ ঢ় ভাবে এর জবাবে বলেছে যে যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে সেনাবাহিনী ব্যবহার করে আক্রমণ অভিযান বন্ধ করতে হবে।

এক টুইটার বার্তায় তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন অস্ত্রত্যাগ করার কথা যে তারা ব্যক্ত করেছে তা তাদের ভুলে যাওয়া উচিত। টুইটারা তিনি আরও উল্লেখ করেছেন যে জিরগা চলার সময় বুধবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ এবং তালিবানের সংগে ৬ষ্ঠ তম মুখোমুখি সমঝোতা আলোচনা শুরু হয়েছে।

ওদিকে, জালেমে খালিলজাদ টুইটারে বলেছেন, “সময় এখন অস্ত্র ত্যাগ করার, সহিংসতা বন্ধ করে শান্তিকে আলিঙ্গন করার।”

তবে জিরগা অস্ত্র বিরতির চেষ্টা করলেও তালিবান বিদেশী সেনার প্রস্থান দাবী করছে।

XS
SM
MD
LG