পাকিস্তান জানিয়েছে আফগানিস্তানের সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের অন্তত ২জন সেনাকে সন্ত্রাসীরা হত্যা করেছে এবং ঐ ঘটনায় আরও ৪জন আহত হয়েছে।
সামরিক বাহিনীর খবরে বলা হয়েছে, সোমবার বাজাউর এলাকায় অতর্কিত হামলা চালানো হয়।
পাকিস্তানের সেনারা পালটা আক্রমণ চালিয়ে পালিয়ে যাওয়া অন্তত ১০জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ঐ সব সীমান্ত এলাকায় আফগান কর্তৃপক্ষের উপস্থিতি না থাকার কারণে সন্ত্রাসীরা এই ধরণের হামলা চালাতে উৎসাহিত হয় বলেও পাকিস্তান দাবী করে।
সন্ত্রাস দমনে পাকিস্তানের সামরিক বাহিনী সম্প্রতি ১২ ফুট উচ্চতার ২হাজার ৬শ কিলোমিটার দীর্ঘ বেড়া দিচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ এর ঘোর বিরোধী।