অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌছনোর আগে ফের কাবুলে হামলা করলো তালিবান


Afghanistan

সোমবার রাতে কাবুলে যে বিস্ফোরণ ঘটে, এ্যামেরিকার হাজার হাজার সৈন্য আফগানিস্তান ত্যাগ ক’রতে পারবে যে চুক্তি রফার বদৌলতে তারই বিস্তারিত খুঁটিনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের তরফের আলোচক আফগান প্রেসিডেন্ট আশরাফ গানীর সঙ্গে আলোচনার পর পরই, তালেবানরা সে বিস্ফোরণের দায়দায়িত্ব দাবি করেছে ।

গ্রীণ ভীলেজ প্রাঙ্গনের ঐ বিস্ফোরণে কম হলেও ১৬ ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে এবং তাতে জখম হয়েছে অপর এক শ’ উনিশ ব্যক্তি, জানিয়েছেন আফগান সরকারের জনৈক মূখপাত্র । এই গ্রীন ভিলেজ প্রাঙ্গনেই রয়েছে আন্তর্জাতিক সব সংস্থার কার্যালয় এবং গেস্টহাউসগুলো ।ঐ মূখপাত্র ফেরোয বাশারী বলেছেন, পুলিশ চার শ’ বিদেশি নাগরীককে উদ্ধার করে অন্যত্র, নিরাপদ যায়গায় স্থানান্তরিত করেছে ।

এর আগে, যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা বলেন, তালেবানদের সঙ্গে খসড়া চুক্তির পরিকাঠামো নিয়ে তাঁদের একটা ঐকমত্য হয়েছে, যে চুক্তির আওতায়, নথিপত্রে সই হবার পর, এক শ’ ৩৫ দিনের ভেতরে এ্যামেরিকান সৈন্যদেরকে আফগানিস্তানে তাদের পাঁচটি সামরিক ঘাঁটি ত্যাগ করতে হবে ।

অসরকারী,সবচেয়ে বড়ো আফগান টেলিভিসন চ্যানেল TOLOnews-এর সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের মূখ্য আলোচক যালমে খালিলযাদ এ মন্তব্য করেন । খালিলযাদ বলেন- নিতিগতভাবে আমরা একটা ঐকমত্যে উপনীত হয়েছি- তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটা অনুমোদন না করা অব্দি এটা চূড়ান্ত গন্য হবেনা ।

খালিলযাদ গানীর সঙ্গে রফার খুঁটিনাটি নিয়ে বাক্যালাপ করলেও, বিদেশে এ্যামেরিকার হস্তক্ষেপের ইতি টানতে পারে,যে রফার বদৌলতে-সে নথির অনূলিপী তাঁকে দেননি।

XS
SM
MD
LG